শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বোদায় বেগুনের কেজি ৫ টাকা 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদায় বেগুনের কেজি ৫ টাকা 

পঞ্চগড়ের বোদায় এক সপ্তাহের ব্যাবধানে ৫০ টাকার বেগুণ বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হটাৎ এমন দরপতনে বেগুন চাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে। 

বেগুণ চাষীদের ক্ষেত থেকে বেগুণ তুলে বাজারে বিক্রি করার পর কৃষকদের আর কোন টাকা থাকছে না। বর্তমান বাজার ঘুরে দেখা যায়, আলু, পেয়াজ, রসুন আদা ছাড়া অন্য শাক সবজির বাজার নিম্নমুখী। যে লাউ কিছুদিন আগে বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা পিচ, সেই লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা পিচ দরে। 

লাল শাক, ডাটা শাক, পুই শাক, লাউ শাক সহ অন্য শাক সবজির দাম অধেকের বেশি কমে গেছে। কথা হয় বোদা পৌরসভার সাতখামার গ্রামের লাউ ও বেগুন চাষী জালাল উদ্দীনের সঙ্গে, তিনি শুক্রবার বোদা বাজারে লাউ ৫ টাকা পিচ ও বেগুণ ৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তিনি জানান এভাবে কৃষকরা ফসলের নায্যমূল্য না পেলে অনেক কৃষক আর শাক সবজি চাষ করবে না।  

এ ব্যাপারে বোদা বাজারের শাক সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে আমদানি প্রচুর হওয়ায় শাক সবজির দাম কমে গেছে। 

টিএইচ